Posts

Showing posts from May, 2019

যাদের জন্ম এবং মৃত্যু হয় পানিতেই । বিশ্বের বিচিত্র পাঁচটি উপজাতি ! THE ...

Image
দেখার জন্য ভিডিওটিতে ক্লিক করুন আমাদের এই পৃথিবী বহু জাতি গত্র এবং সম্প্রদায়ে বিভক্ত। এক এক জাতির জীবন ধারন আচার ব্যাবহার বা সংস্কৃতিতে যেমন বিপুল পার্থক্য দেখা যায় তেমনি বিশ্বে এমন বহু গত্র আছে যাদের জীবন ধারন বা রিতি নিতি অন্য সবার চেয়ে আলাদা তো বটেয়। কখনও কখনও তা অদ্ভুত , বিস্ময়কর এবং শিহরিত হবার মতো। একে টিভির এই পরবে আপনাদের পরিচয় করে দিব এমন কিছু বেতিক্রম এবং অদ্ভুদ জাতি ও গত্রের সাথে যাদের দেখে অভিভুত না হয়ে পারবেননা এসারো ম্যাডম্যান পাপুয়া নিউ গিনির অসংখ উপজাতির গোত্রের মধ্যে উন্নতম বলা যায় যারা এসারো ম্যাডম্যান বা কাদা মানব নামেও পরিচিত। স্থানীয় ভাবে এদের হলুছাও বলা হয়। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা কাদা মাটি দিয়ে সারা শরীর ঢেকে তো রাখেই তাঁর সাথে মাটির বিচিত্র মুখোশ দিয়ে ঢেকে রাখে মাথাও । পাপুয়া নিউ গিনির ইস্টার্ন হাইলান্দস প্রদেশের গোরকো গ্রামে বাস রয়েছে এসারো ম্যাডম্যানদের জনশ্রুতি অনুযায়ী বহু বছর আগে প্রুতিদন্দি এক গোত্রের কাছে যুদ্ধে পরাজিত এসারো গোত্রের মানুষরা এসারো নদীতে আত্ম গোপন করতে ব্যাধ্য হয়। সন্ধার অন্ধকার নামা পরজুন্ত তারা নদির তিরে লুকিয়ে ছিল| ...