Nuclear-powered icebreaker টাইটানিক সম্পর্কে বলা যায় যে, টাইটানিক এক বরফের টুকরার সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় । কিন্তু ওই সময় যদি এটা এখনকার জাহাজ গুলোর মতো হতো, তাহলে সেটা কখনোই ডুবতো না । কারণ এটা এমনই এক জাহাজ এই জাহাজকে তৈরি করা হয়েছে কেবলমাত্র বরফ ভেঙ্গে বরফকে ভেদ করে বের হওয়ার জন্য । বরফ ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়ার সময় এই জাহাজ 19 কিলোমিটার প্রতি ঘন্টায় অগ্রসর হতে পারতো । the wishes of the seas এই জাহাজ রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের আন্ডারে তৈরি করা হয়েছে, এই জাহাজের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো এর যাত্রী ধারণ ক্ষমতা, জাহাজটিতে একসাথে ৮৬ হাজারেরও বেশি যাত্রী ভ্রমণ করতে পারে । জাহাজটির ওজন 2 লক্ষ 25 হাজার টন । এই জাহাজ 1186.5 ফুট লম্বা এবং 154 ফুট প্রস্থ বিশিষ্ট । RMS Queen mere 2 এটি আজ পর্যন্ত বানানো পৃথিবীর সবচেয়ে বড় যাত্রী বহনকারী জাহাজ, জাহাজটি ক্রয় করার জন্য ৫৬৮৩ কোটি টাকার প্রয়োজন হয়েছিল । এই জাহাজটি ১১৩২ ফুট লম্বা এবং ৭৯ হাজার ৩০০ টন ওজন বিশিষ্ট । Seawise Giant 1979 সালে জাপান তৈরি করেছে পৃথিবীর মধ্যে আজ প...
ইগুয়াজুজলপ্রপাত: হৃদয়স্পর্শী ইগুয়াজু জলপ্রপাত , যা ইগুয়াজু নদীকে তার উচ্চ ও নিম্ন বিভাগে ভাগ করেছে ; এই ইগুয়াজু জলপ্রপাত আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যবর্তী সীমান্ত বরাবর অবস্থান করে আছে। জলপ্রপাতের সংখ্যা ও উচ্চতা সারা বছর ধরে বৃষ্টিপাতের উপর নির্ভর করে এর ভিন্নতা উল্লেখযোগ্য। সবচেয়ে বৃহত্তম জলপ্রপাত ডেভিল’স থ্রোট , প্রায় 82 মিটার ( 269 ফুট) উচ্চতা। নদীর জলোচ্ছাসের অর্ধেক “ U” আকৃতির ডেভিল’স থ্রোট-এর মধ্যে গিয়ে পড়ে। এই ছোট জলপ্রপাতগুলির সংখ্যার পরিসীমা হল 150 থেকে 300, এটি নদীতে জলের স্তরের উপর নির্ভর করছে। 1541 খ্রীষ্টাব্দে , প্রথম ইউরোপীয় এক স্প্যানিশ অনুসন্ধানকারী আলভার নূনেজ ক্যাবেজা ডি ভাসা এই জলপ্রপাতটির সন্ধান পান। ইগুয়াজু জলপ্রপাতের দরুণ , ইগুয়াজু নদীটি ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যবর্তী সীমান্ত বরাবর প্রবাহিত হয়েছে। ইগুয়াসু জলপ্রপাতগুলির মধ্যে প্রধান জলপ্রপাত ডেভিল’স থ্রোট , দুটি দেশের মধ্যে বিচ্ছিন্ন সৃষ্টি করেছে। এই জলপ্রপাতগুলি , আর্জেন্টিনার ইগুয়াসু জাতীয় উদ্যান থেকে বা ব্রাজিলের ইগাকু জাতীয় উদ্যান থেকেও প্রবেশ করা যায়। গুলফসজলপ্রপাত: গু...
Comments
Post a Comment