এই আবিষ্কার গুলোর কাজ দেখলে বিশ্বাস করতেই চাইবেন না Technology Gadgets
হ্যালো বন্ধুরা প্রযুক্তি আজ আমাদের এমন পর্যায়ে নিয়ে
গিয়েছে যে এখন আমাদের দৈনন্দিন কোন কাজ নিয়েই আর চিন্তা করতে হয় না। কিছু অত্যাধুনিক
গেজেট এর কারণে আমাদের প্রতিদিনকার এসব কঠিন কঠিন কাজ সহজ হয়েই চলেছে |
জার্মান
কোম্পানি ভলসওয়াগেন এমন একটি গাড়ি তৈরি করেছেন যা মাটি থেকে অনেকটা উপরে চলাচল
করে থাকে। ২ সিটের এই গাড়ীকে ফিউচারে
দেখা যাবে।
এটা স্টার্ট করা এবং কন্ট্রোল করা অনেক কঠিন একটি কাজ। এটাতে কোন গিয়ার
সিস্টেম নেই বরং এটা লেভিটেটিং সিস্টেম এর মাধ্যমে কন্ট্রোল করা যায়। এটা কিছুটা জয়স্টিক এর
মত দেখতে , এই জয়স্টিককে যে দিকে ঘোরানো হয় গাড়ি সেদিকে চলতে থাকে এবং এই গাড়িতে
অটো পাইলট মোডও দেওয়া সম্ভব। যদি আপনি গাড়ি চালানো অবস্থায়
ঘুমিয়ে পড়েন তবে চিন্তার কোন কারণ নেই, কারণ আপনার সামনে যদি অন্য কোন গাড়ি এসে
যায় তবে আপনার গাড়ি অটোমেটিকলি নিজে নিজেই থেমে যাবে
কার ট্রেন্ড বা কার আম্ব্রেলা,
পৃথিবীতে প্রথমবারের
মতো ৪ সিজন অটোমেতিচ কার ট্রেন্ড, যেটা আপনার গাড়িকে
পুরোপুরিভাবে সুরক্ষা প্রদান করে থাকে, এই কার ট্রেন্ড
গাড়ির উপরে সেটাপ হতে কেবল মাত্র 30 সেকেন্ড সময় লাগে,
এবং ওপেন ৮ সেকেন্ড সময়
নেয় । শুধু ১টি বাটন প্রেস করলেই গাড়িটি পুরোপুরি ভাবে ঢেকে
ফেলে। এই ট্রেন্ড ৩লেয়ার বিশিষ্ট সিলভার প্রটেক্ট টেকনোলজি দ্বারা
নির্মিত, যা আপনার গাড়ীকে পাখির মল
ও আবর্জনা থেকে রক্ষা করবে, এই টেকনোলজির ফলে এসবকিছু পরিষ্কার করাও খুবই সহজ, গরমের দিনে এই ট্রেন্ড আপনার গাড়ীকে ঠান্ডা রাখবে
এবং এটা শুধুমাত্র গরমের দিনেই নয় বরং তিব্র
শীতের মধ্যে এই ট্রেন্ড গাড়ীকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। শুধু এটুকুই না এই ট্রেন্ড ইট পাথরের হাত থেকেও রক্ষা করতে সক্ষম, এই গেজেটকে একবার চার্জ করলে 45 দিন পর্যন্ত আরামে
চলে যায়। আর এই গ্যাজেট টির মূল্য মাত্র 300 ডলার।
ব্লো,
এটা এক প্রকার
মোবাইলের কন্ডিশনার, যা
আপনি আপনার শার্ট প্যান্ট বা যে কোন গোপন জায়গায় লাগিয়েও গরমের হাত থেকে রক্ষা
পেতে পারেন, এত
ছোট হবার পরেও এটা আপনার শরীরকে পুরোপুরিভাবে ঠান্ডা রাখতে সক্ষম,এটার লিকুইডে আপনি আপনার মনের মত ফ্লেভার দিতে পারেন, এটা দেখতে কিছুটা আজব মনে হয়, কারণ এটার একটি
অংশ বাইরে বের হয়ে থাকে এবং এটা আপনি আপনার মর্নিং ওয়ার্ক ওয়াক আউটের সময় পড়তে
পারেন।
ফোল্ডিং ম্যাট
কাপড় ধোয়ার পরে
কাপড় সুন্দর করে ভাজ করা খুবই বিরক্তিকর একটি কাজ আর সেজন্যই এই কাজগুলোকে সহজ
করতে ফোল্ডিং ম্যাট ডিভাইসটি বানানো হয়েছে, এই মেশিনে শুধু আপনার কাপড়
গুলোকে রাখতে হবে এবং এই মেশিন নিজে থেকেই আপনার কাপড় গুলোকে সুন্দর করে ভাজ করে
পরিপাটি করে বের করে দিবে তাড়াহুড়ো সময় এই মেশিন মানুষের কাজকে অনেক সহজ করে
দেয় এবং তাছাড়া অনেক সময়ও বাচিয়ে দেয়।

Comments
Post a Comment